টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

 


টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা পারভেজের হাতে খুন হয়েছেন চাচা ফজলুল হক (৫৫)।

রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান।

নিহত ফজলুল হক বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফজলুল হকের সঙ্গে ভাতিজা পারভেজের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে উভয়ের পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ফজলুল হক, স্ত্রী মরিয়ম ও ছেলে মনিরুজ্জামান আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন